( সময়ঃ ১৬ ডিসেম্বর ২০২১)
আমাদের হিযুসে ( হিতসাধন যুব সংঘ) ২০২১ সালের ডিসেম্বর মাস এই প্রথম৷ যদিও ২০২০ এর ডিসেম্বরে হিযুসের জন্ম৷ তাই ওই ডিসেম্বরে কিছু করা হয়ে ওঠেনি৷
তাই এ বছরের ডিসেম্বর টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আমাদের হিযুস এর ব্যবস্থাপনায় বর্ণবিলাস কোচিং সেন্টারের পথচলা শুরু হয়েছে, এবং ভাগ্যচক্রে কোচিং সেন্টারের শিক্ষার্থী সংখ্যাও ১৬ জন৷ ডিসেম্বরের ১৬ আর আমাদের শিক্ষার্থী সংখ্যাও ১৬ জন৷
ই সুবাদের হিযুসের সম্পাদক সাহেবের প্ল্যান অনুযায়ী ১৬ জন শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের বিজয়ের গল্প শোনানো এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় হিযুসের নিজ তহবিল থেকে৷
বিজয় দিবসকে ঘিরে কতজনই কতইনা ইভেন্ট আয়োজন করে আর তাদের সে ইভেন্ট গুলোতে অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান অতিথির কোন কমতি থাকেনা৷
প্রথমে, বাচ্চাদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করানো হয়৷ ( এখানে পেপার, পেন্সিল, ইরেজার, কালার সহ সকল সরঞ্জাম হিযুস বহন করে৷ ) এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে মুক্তিযুদ্ধের গল্প শোনানো হয়৷ বাচ্চা সেই গল্প গুলো অধির আগ্রহে শোনে ৷
এই প্রতিযোগিতায় কোন ধরণের ১ম, ২য় অবস্থান নির্ধারণ না করে সকল প্রতিযোগিকে উপহার প্রদান করা শেষে মিষ্টি মুখ করিয়ে অনুষ্ঠান শেষ করা হয়৷
আমরা এখানে অন্যদের থেকে ঠিক উল্টো পথের কাজ করেছি৷ হিযুস কমিটি ( ৪ সদস্য বিশিষ্ট) নিজেরাই প্রধান অতিথি নিজেরাই সব৷ কিছু ভালমানুষের ভালবাসা নিয়ে এভাবেই এগিয়ে চলবে হিযুস৷
0 Response to "ভিন্নধর্মী বিজয় দিবস উদযাপন "
Post a Comment