( সময়ঃ- ২০২১ এর ২৭ রমযান)
বর্তমান সময়ে রমযানের ইফতার বিতরণ খুবই পরিচিত ঘটনা৷ এই সময়টাতে সমাজের উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারের মানুষরা ইফতারের আনন্দ সুবিধাবঞ্চিত, অসহায়, ইয়াতিমদের সাথে ভাগাভাগি করে নেয় নিজেদের সামর্থ্যের মধ্যে৷
( ইফতার বিতরণের সময়ে)
বিভিন্ন সামাজিক সংস্থা, রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান কেউই বাদ যায়না এ তালিকায়৷
এবারে ২০২১ সালের রমযানে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ফেনতার গ্রামের 'চার' যুবকের উদ্দোগে ইফতার বিতরণ কর্ম সূচি পালন করা হয়৷ তাদের 'হিতসাধণ যুব সংঘ' একটি অলাভজনক প্রতিষ্ঠানের নাম দিয়ে অত্র আয়োজন সম্পন্ন করা হয়৷
( খাবারের প্যাকেট)
এ ই 'চার' যুবক নিজের পরিশ্রমে 'একশ' (১০০) জন অসহায় মানুষের কাছে ইফতার পৌঁছে দিয়েছে৷ কোন প্রকার অর্থণৈতিক সহযোগিতা না নিয়েই, এদের মধ্যে কেউ বা নিজের প্রাইভেটের টাকা বাচিয়ে, কেউ বা অন্য বাড়িতে কাজ করে উপার্জিত টাকা দিয়ে আয়োজনটি সম্পন্ন করে৷ তারা এই রকম আয়োজন প্রতি বছর করার উদ্যোগ নিয়েছে৷
(মুজাহিদ আর আরিফুল প্যাকেট বিতরণে বের হয়েছে )
এই আয়োজন টা ডোর টু ডোর৷
উক্ত উদ্দোক্তাগণঃ- মেফতাহুল ইসলা, মুজাহিদ, আহসানুজ্জামান বাদশা, আরিফুল ইসলাম৷
0 Response to "ইফতারের আনন্দ"
Post a Comment